Thursday, September 3, 2009

কুড়িগ্রাম কথা---kirigram memories

মানবেশ চৌধুরী বিরাজমোহিনীর সন্ধানের প্রসঙ্গে লিখছেন .." হারুণ আর রসিদ লাল। লাল ভাই । একদা কমিউনিস্ট পার্টির নেতা। উত্তর পঞ্চাশ বয়ঃক্রম । বিপর্যয় পরবর্তীকালে সলিডারিটি নামক এক এন জি ও'র কর্ণধার । সদ্য তাঁর যোগ্য সহধর্মিণী মারা গিয়েছেন । তাঁর বাড়িতে বিষাদের কালো মেঘ । তবুও তিনি কাজে কর্মে সম্পৃক্ত হয়ে আছেন ।আমরা তাঁর সাহায্য নেব ।
প্রথম বাক্যেই তাঁর আক্ষেপ-যাঁর সঙ্গে মণীশ রায়ের বাড়ির নিত্য উঠা বসা ছিল,হায় আপনারা দেরি করে ফেললেন--সেই কমরেড কালীপদ বর্মণ-যিনি ছিলেন ডাক্তার-কমিউনিস্ট পার্টির,পি আর সির ডাক্তার -মারা গেলেন বছর দু'এক আগে । জানলাম তাঁর কাছে,বদরগঞ্জের পাশের গ্রাম মোমিনপুর থেক তিনি পাকিস্তান আমলের প্রারম্ভেই গ্রেপ্তার হয়েছিলেন এখন এপারের প্রখ্যাত শ্রমিক নেতা মহঃ আমিনের সঙ্গে ।
শুরু হল আমাদের মাকে খোঁজা ।

No comments: