Wednesday, September 2, 2009

সুনিল রায়-বিরাজমোহিনী রায়



তিনি বিরাজমোহিনী দেবী। শ্রীচৌধুরী লিখছেন-গত শতাব্দীর প্রাক চল্লিশে কুড়িগ্রামের কমিউনিস্ট পার্টির সম্পাদক ছিলেন মনীশ রায় , বিরাজমোহিনী দেবী তাঁর মা । পাবনার রাধানগরের মজুমদার জমিদার বাড়ীর কন্যা ছিলেন তিনি। সেই জমিদারির একটা কাছারি ছিল কুড়িগ্রামে-মজুমদার কাছারি। বিরাজমোহিনী ছিলেন হৃদয়বতী মহিলা। ওঁর অপত্যস্নেহে, স্নেহছায়ায় জীবন দে ছিলেন বেশ কিছুদিন-একথা জীবন দে নিজেই তাঁকে বলেছেন বলে লিখছেন শ্রীচৌধুরী । তাছারা সুধীর মুখার্জীর লেখা থেকেও তথ্য সংগ্রহ করেছেন তিনি।
২০০৪ সালের শেষের দিকে মণীষ রায়-এর ভ্রাতুস্পুত্র শ্রী সুনিল রায় এই লেখকের সাথে যোগাযোগ করেন কুড়িগ্রাম সমপরকে কিছু তথ্যর জন্য। এ বিষয়ে পরে বিষদে আলোচনা করার ইচ্ছা রয়েছে।

No comments: