Tuesday, September 1, 2009

কুড়িগ্রাম কথা---kirigram memories

শ্রী মানবেশ চৌধুরী ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের এক পরিচিত বামপন্থী রাজনৈতিক নেতা। শুনেছি, তাঁর পূর্বপুরুষেরা কুড়িগ্রামে থাকতেন। ১৪১৪ বঙ্গাব্দে গণশক্তি পত্রিকার শারদ সংখ্যায় তাঁর একটা প্রবন্ধ প্রকাশিত হয়েছে,'আবার শিকড়ের সন্ধানে'শিরোনামে। কুড়িগ্রাম,রাজারহাট,নিলফামারী,ডিমলা ঘুরে এসে পরিক্রমার বিবরণ দিয়েছেন তিনি।
তিনি লিখছেন-এখন তখনকার কুড়িগ্রাম নেই। নতুন কুড়িগ্রাম । খলিলগঞ্জ ।পুরনো কুড়িগ্রামের মূল শহরতো ১৯৫৪-এর ধরলা নদীর প্রলয়ঙ্করী বনায় নদীগর্ভে।

আমরা কুড়িগ্রামে এসেছি একজন মায়ের সন্ধানে।

No comments: