Friday, September 4, 2009

কুড়িগ্রাম কথা---kirigram memories Birajmohini devi

এলাম অনিল কুমার দাসের বাড়ি । তিনি কি বলতে পারবেন? বয়স তাঁর এখন ৭২ । না,তিনি বিরাজমোহিনী দেবীকে মনে করতে পারছেন না । বিরাজমোহিনী ছিলেন-পাবনার রাধানগরের প্রখ্যাত মজুমদার বাড়ির কন্যা । সেই মজুমদার কাছারি বাড়িতো কাছেই আছে । তার কর্ত্রী তখন কমলাবালা মজুমদার । হ্যাঁ, মণীশ রায়ের কথা মনে আছে। তিনি তো জীবন বীমার এজেন্ট ছিলেন । ওঁর স্ত্রী সরস্বতী দেবী -মাহিগঞ্জে বাপের বড়ি। চিনতেন তো তাঁকে খুব ভালোভাব । দিদি বলে ডাকতন । পাশে উকিল প্রতাপ চন্দ্র রায় ।তাঁর কন্যা তোরা রায়,পুত্র বাদল রায়ের কথা মনে আছে কমিউনিস্ট এঁরা ।
বলতে পারেন হয়তো গঙ্গারাম ান্যাল,শোভারজ্ঞন সরখেল ও প্রয়াত বুলু বক্সি,সঞ্জয় বক্সির বিধবা স্ত্রীগন । অতএব চল ঁদের বাড়ি ।

No comments: