Saturday, August 16, 2008

কুড়িগ্রামে বৈপ্লবীক সচেতনতা -Kurigram-Political consciousness

9:29 PM 8/15/2008
" কমিউনিস্ট কে? প্রশ্ন করলেন রবিদা। এবার ক্লাশে তিনিই শিক্ষক। যেদিন কেঊ সভ্যপদ লাভ করবে - সেদিন তার যে সম্পত্তি থাকবে,
কোনোদিনই তা বাড়বে না। বরং কমবে দিনের পর দিন। এমনকি দেশে সমাজতন্ত্র এলেও কমিউনিস্টদের দাবী মিটবে সবার শেষে।
প্রথমেই উতরে যাবে মধ্যবিত্ত, তারপর কৃষক, সবশেষে শ্রমিক, শ্রমিকের পরে মিটবে কমিউনিস্টদের অভাব আর অভিযোগ। কেননা
শ্রমিক শ্রেণীরও নেতা হলো কমিউনিস্ট ও তার পার্টী। শ্রমিকের পূর্বেই তাদের দাবী পূরণ হয়ে গেলে শ্রমিকশ্রেণী তাকে নেতা বলে
মানবে কেন? অতএব নিজস্ব অভাব অভিযোগ বলতে আমাদের কিছু নেই। মনে থাকবে?
থাকবে। জোর গলাতেই আমরা সেদিন জবাব দিয়েছিলাম।
এবার আর কুড়িগ্রাম নয়,রংপুর শহরেই আমাদের গোপন ক্লাশে ডাক পড়লো।শিক্ষক স্বয়ং মনিদা।কমরেড মনিকৃষ্ণ সেন।অন্ধকারেই
পথ হাতড়ে এসে হাজির হলাম তাঁর বাড়ি,মুলাটোলে। এম-এ,বি-এল উকিল তিনি। তবে সিভিল বা ক্রিমিনাল এ্যাফেয়ার্স
নিয়ে প্র্যাকটিসের ধারে কাছেও নেই। আজীবনের স্বাধীণতা সংগ্রামী। বে'থাও করেন নি।
.....মনি দা আমাদের কৌতুহল হাজারগুণ বাড়িয়ে দিলেন। পার্টি বে-আইনি। তবু কংগ্রেসে থেকে ব্রিটিশ বিরোধী আন্দোলন আমরা সংগঠন করছি। রাতারাতি দরকর পড়লেই কুড়িগ্রাম থেকে পায়ে
হেঁটে কখনও লালমনিরহাট, নয়তো হাজির হলাম চিলমারী। আঠারো থেকে বিশ মাইল যার দূরত্ব।"
কুড়িগ্রামে সেই সময় শুধুই কমুইনিস্ট পার্টির লোকাল কমিটি গড়ে থেমে থাকেনি, এর পাশাপাশি পার্টি সদস্যদেরও রাজনৈতিক সচেতনতা বাড়ানোর জন্য নিয়মিত ক্লাশের আয়োজন করা হতো। জীবন দের লেখা থেকে নেওয়া উপরোক্ত্ এই উধৃতাংশ এই কথাই প্রমাণ করে। অসংখ্য বিপ্লবী, কৃষক, শ্রমিক, নরনারী, ছাত্র-যুবকের অক্লান্ত পরিশ্রমে ও অসীম ত্যাগ স্বীকারের মধ্য দিয়ে ভারতের কমিউনিস্ট সংগঠন ও আন্দোলন গড়ে উঠেছিল। ১৯৩৭ সালেই কুড়িগ্রামেথানা, জেলখানা সমেত শহরময় গোপনে পোস্টার লাগানো হয়েছিল। ১৯৩৮ সালে নভেম্বর দিবস পালন উপলক্ষে কুড়িগ্রাম শহরে
কালীবাড়ির পাশে আধাগোপন, আধাপ্রকাশ্য জনসভা আয়োজিত হয়েছিল। বিদেশী শোষন, খাজনা ও ট্যাক্স বন্ধের প্রয়োজনীয়তার কথা বক্তারা সেখানে শ্রোতাদের সামনে উত্থাপন করলেন ও জালিওয়ালানাবাগ হত্যাকান্ড এবং রুশ বিপ্লবের কাহিনী স্মরণ করিয়ে দিলেন। এর ফলে সুধীর মুখার্জী, মনোরঞ্জন গুহ এবং জীবন দের বিরূদ্ধে রাজদ্রোহমূলক বক্তৃতার অভিযোগে মামলা হয়। জীবন দের বয়স তখন সবেমাত্র বারো বছর। এটাই ছিল অক্টোবর বিপ্লবের প্রথম প্রকাশ্য অনুষ্ঠান। এই ঘটনা আমাদের- সমগ্র বঙ্গবাসীদের গর্ববোধ ও শ্রদ্ধার উদ্রেক করে।

No comments: