Sunday, August 24, 2008

Kurigram memories কমিউনিস্ট পার্টি

1:11 PM 8/24/2008

অমরেন্দ্র প্রসাদ লাহিড়ী ওরফে কালা লাহিড়ী তাঁর দিনলিপি শেষ করেছেন এইভাবে:-
" বর্তমানে ১৯৮৪ সালে সুধীর মুখোপাধ্যায় ব্যান্ডেলের নিকট কাজিপাড়ায় থাকেন এবং ঐ অঞ্চলের C.P.M. এর একজন প্রতিনিধি স্থানীয় নেতা। যতদুর জানি শ্রীমণীশ রায় সোদপুরে আছে এবং C.P.M.দলভুক্ত। রবি লাহিড়ী সাংসারিক জীবনে অকৃতদার, পার্টিভাগের পর সে C.P.I তে থাকিয়া প্রাদেশিক দপ্তরে সর্বসময়ের কর্মী হিসাবে থাকে। পরে A.I.C.P.তে যোগ দেয়। শ্রীগুহর কোন খবর আর জানিনা। তাঁহার মত নিরহঙ্কারী এবং কমরেডসুলভ ব্যবহারের কথা এখনও স্মরণ হয়া তিনি যখন সভ্যপদ লাভ করেন তখন তিনি স্থানীয় একটি সংস্কৃত টোলে সংস্কৃত পাঠ লইয়া পরীক্ষার জন্য প্রস্তুত হইতে ছিলেন। আমি ১৯৬৭ সন পর্যন্ত C.P.I.এর সভ্য ছিলাম। পরে অন্যত্র চাকুরী করিতে হওয়ায় এবং পারিবারিক এবং স্বাস্থের কারণে সভ্যপদ প্রত্যাহার করিয়া লই।"
প্রয়াত সরোজ মুখার্জী স্মৃতি ও তাঁর কাছে যে সব দলিল ও কাগজপত্র ছিল তার ভিত্তিতে অভিবক্ত ভারতের কমিউনিস্ট পার্টি গড়ার বিষয়ে অতীতের ঘটনা লিখেছেন।কমিউনিস্ট পার্টিতে ১৯৩৮-৩৯ সাল থেকে গোপণ যুগে রঙ্গপুর জেলায় মহিলা কমরেডদের আসার উল্লেখ করার প্রসঙ্গে তিনি 'কুড়িগ্রামের রানী মুখার্জী(সুধীর মুখার্জীর স্ত্রী),কিরণ চৌধুরী,মণীষ রায়ের মা,অনুপমা চক্রবর্তী,আশা চক্রবর্তী,অন্নপূর্ণা দেবী,সফলা চক্রবর্তী,(কাঁঠাল বাড়ী ও সিংহ বাড়ি এলাকা ) র নাম লিপিবদ্ধ করেছেন। কুড়িগ্রামের মহিলা আত্মরক্ষা সমিতির প্রথম সম্পাদিকা হিসাবে নাজীর হোসেন ফদকার সাহেবের স্ত্রী'র নাম উল্লেখ করেছেন।

No comments: