Monday, February 2, 2009

Jibon Dey on Mantu Majumder কুড়িগ্রাম কথা

জীবন দের কথা ঘুরে ফিরে এসেছে একাধিকবার আমার এই লেখায়।বছর খানেক আগে ফোনে কথা হয়েছিল তাঁর সাথে,বয়স হয়েছে যথেষ্ট,সংসার করেন নি,দুরারোগ্য মৃগী রোগে ভুগেছেন দীর্ঘকাল।কেন জানিনা, তাঁর লেখা পড়তে বেশ ভাল লাগে আমার-আন্তরিকতার ছোঁয়া পাতায় পাতায়।অনেক চরিত্র, অনেক ঘটনা,সাধারন ভাষা আর আদর্শের প্রতি অকৃতিম বিশ্বাস- সব মিলিয়ে আকর্ষনীয় লেখা।প্রথাগত শিক্ষায় শিক্ষিত না হয়েও অনুশীলিত বৈধগ্ধে নিজেকে পুষ্ট করেছেন,সেই সাথে আমাদেরও আনন্দ দিয়েছেন। জীবন দের লেখা থেকে আজ কিছু তুলে দেওয়া যাক। "...মন্টুদা কেমন আছেন,প্রশ্ন করলাম পশ্চিম দিনাজপুরের কমরেড লাহিড়ীকে। সেই ঘটনা থেকেই স্বামী স্ত্রী স্তব্ধ হয়ে গেছেন।সহজ তো নয়,একটি মাত্র সন্তান।মা গেছেন বিক্ষোভ মিছিলে,বাবা গেছেন ইসলামপুরে ডেপুটেশন লীড করতে।ছ'সাত বছরের মেয়ে,মা বাবাকে খুঁজতে খুঁজতে কখন যে পুকুরের জলে গিয়ে পরেছে,কেউ বলতে পারেনা।সন্ধান যখন মিলল,তখন আর সাড়া ছিলনা কোন।...।।মণ্টুদার ভাল নাম পরেশ চন্দ্র মজুমদার।রংপুরের কমরেড।অঢেল সম্পত্তিবান বিরাট বাড়ির ছেলে তিনি।দেশ ভাগের পর বিক্রয় করলে টাকা পেতেন প্রচুর।বিনিময় করলেও নেবার জন্য লোকের অভাব ঘটতোনা।বাংলাদেশ মুক্তিযুদ্ধের চরম লগ্নে দেখেছি জেলা ন্যাপের সেটা অফিস,প্রকান্ড বাড়িটার একাংশ জুড়ে।মজুমদার পরিবারের নিকট আমরা নানা ভাবে কৃতজ্ঞ।"

মন্টু মজুমদারের ভাল নাম পরেশ চন্দ্র মজুমদার।কলকাতার আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড প্রকাশিত শ্রী ধনঞ্জয় রায় সম্পাদিত
'তেভাগা আন্দোলন' নামে সংকলিত একটি গ্রন্থে পরেশ চন্দ্র মজুমদারের একটি লেখা আছে।আগ্রহী পাঠক বইটি পড়ে দেখতে পারেন।প্রসঙ্গত উল্লেখ্য,তেভাগার দাবি স্বতপ্রোত ভাবে এই পরিবার সর্বাগ্রে স্বীকার করে নিয়েয়েছিল।এর আগের একটা পোস্টে আক্ষেপ করেছিলাম, '''রঙ্গপুরের বরেণ্য ব্যক্তিত্ব' নামে একটা বই পড়ছিলাম। ব্যক্তিত্বদের মধ্যে জীবন দে ,দীনেশ লাহিড়ী,মন্টু মজুমদার প্রভৃতিদের অনুপস্থিতি দুঃখজনক।"'

No comments: