Tuesday, December 16, 2008

কুড়িগ্রাম কথা- kurigram memories

কুড়িগ্রাম প্রসঙ্গে জীবন দের কথা বলেছি একাধি্ক বার।তাঁর লেখায় বেশ মুনশিয়ানার পরিচয় পাওয়া যায়। ঘটনা ,চরিত্র,প্রেক্ষাপট,-সবই তিনি সুন্দর ভাবে ভুলে ধরেছেন।তাঁর লেখায় কুড়িগ্রামের অনেক ঘটনার পরিচয় মেলে। তাঁর আন্তরিক বিশ্বাস,সততা,ত্যাগ দুঃক্ষ,হতাশা , দেশমাতৃকার প্রতি শ্র্রদ্ধাবোধ,সাথে সোভিয়েত দেশের অকক্টোবর বিপ্লবের প্রতি মুগ্ধ চোখ -ছড়িয়ে আছে পাতায় পাতায়।এর সাথে কৌতুক রস উপরি পাওনা। সম্প্রতি রঙ্গপুর গবেষণা পরিষদ প্রকাশিত 'রঙ্গপুরের বরেণ্য ব্যক্তিত্ত' নামে একটা বই পড়ছিলাম। ব্যক্তিত্তদের মধ্যে জীবন দে ,দীনেশ লাহিড়ী,মন্টু মজুমদার প্রভৃতিদের অনুপস্থিতি দুঃখজনক।

আজ জীবন দের বই থেকে কিছু তুলে ধরছি।

No comments: