Thursday, July 3, 2008

কুড়িগ্রাম kurigram

2:01 AM 7/3/2008
প্রাককথন...২
কিন্তু কেন এমন হল?এটা কি আটকান যেত না?এই প্রশ্নের উত্তর দেবে কে? কখনো মনে হয় রবীন্দ্রনাথ জীবিত থাকলে বাংলা দ্বিখন্ডিত হত না। যে ঘটনাক্রম ইতিহাসের পাতায় স্থান পেয়ে গেছে,তাকে পরিবর্তন করা আমার মতো ক্ষুদ্র ব্যক্তির পক্ষে বাতুলতা মাত্র। কিন্তু স্বপ্ন দেখতে বাধা কোথায়?আমি এমন এক সময়ের স্বপ্ন দেখি যখন মানুষকে দেশ হতে দেশান্তরে যাতায়াতের ক্ষেত্রে কোন বাধার সম্মুখীন হতে হবে না, পাসপোর্ট- ভিসা ইত্যাদির জন্য সরকারি অফিস দৌড়াদৌড়ি করতে হবে না-কেবলমাত্র একটা পরিচয়পত্র নিয়েই যখন খুশী যেখানে যেতে পারবে।ইউরোপিয়ান ইউনিয়ানে অনেকাংশেইএটা সম্ভব হয়েছে।আমদের এখানে বাধা কোথায়?

No comments: